গৌরনদী
উজিরপুরে অর্থের বিনিময়ে আওয়ামীলীগের কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ অর্থের লেনদেন ও বানিজ্যিক ভিত্তিতে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তৃনমূলের প্রায় দুই হাজার নেতাকর্মী ধামুরা বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি ধামুরা বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশে করেছে। তাদের অভিযোগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক অর্থের বিনিময়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করেছে। বিক্ষোভকারীরা আগামি তিন দিনের মধ্যে অর্থের বিনিময়ে গঠিত কমিটি বাতিল করার আল্টিমেটাম দিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘেঅষনার হুমকি দেন।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, দলীয় নেতাকর্মী ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ অক্টোবর বরিশাল জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উপজেলায় নভেম্বরের মধ্যে সম্মেলনের নির্দেশ দেয়া অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজনের লক্ষে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হয়। উজিরপুরের শোলক ইউনিয়ন কমিটি গঠনের দায়িত্ব পান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শোলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল হালিম ও সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান ও শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ কবির হোসেন কাজী।
শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ কবির হোসেন কাজী কমিটি গঠন প্রসঙ্গে বলেন, আমাকে বাদ দিয়ে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সভঅপতি, সম্পাদক তাদের নিজের লোক দিয়ে মনগড়া পকেট কমিটি গঠন করেছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, তৃনমূল ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রভাবশালী নেতা সভাপতি ডাঃ আব্দুল হালিম ও সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বানিজ্য শুরু করেন। তারা দলের কেন্দ্রীয় ও জেলার নির্দেশনা অমান্য করে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনে দলের ত্যাগী, দূর্দিনে নির্যাতিতদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী, হাইব্রীড ও উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থানকারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাদের দিয়ে কমিটি ঘোষনা করেছে।
শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী আব্দুল জলিল, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সভাপতি ডাঃ আব্দুল হালিম ও সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠনে কয়েক লাখ টাকার বানিজ্য করেছে। প্রতিটি কমিটি অনুমোদন দিতে দলের ত্যাগী, দূর্দিনে নির্যাতিতদের বাদ দিয়ে দর কষাকষি করে উচ্চদরদাতা অনুপ্রবেশকারী, হাইব্রীড ও উপজেলা নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থানকারীদের দিয়ে কমিটি করেছেন। তারা ৯টি ওয়ার্ড কমিটি গঠনে মোটা অংক হাতিয়ে নিয়েছেন। তারা আরো বলেন, ২নং ওয়ার্ডে ত্যাগী নির্যাতিত মোঃ জাহাঙ্গীর হোসেন সভাপতি ও কালাম মোল্লা, রিপন মোল্লা সাধারন সম্পাদক প্রার্থী ছিলেন কিন্তু তাদের বাদ দিয়ে লাখ টাকার বিনিময়ে অনুপ্রবেশকারী মোঃ আলাউদ্দিন মিয়াকে সভাপতি ও জামাত সদস্য আসাদুল হককে সাধারন সম্পাদক করে ২ নং ওয়ার্ড কমিটি করেছে। ৩নং ওয়ার্ডের ত্যাগী জলিল বালী ও মনির পাইককে বাদ দিয়ে হাইব্রিড মাহাবুব আলমকে সভাপতি ও জামাল হোসেনকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা দিয়েছেন। অর্থের বিনিময়ে ৯টি ওয়ার্ড কমিটি ঘোষনা দেয়ায় গোটা ইউনিয়নের তৃনমূল নেতাকর্মীরা ফুসে উঠেছে। শোলক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ওই ওয়ার্ডের সভাপতি প্রার্থী মোঃ সান্টু মোল্লা অভিযোগ করে বলেন, ইউনিয়ন সভাপতি সম্পাদক আমাকে সভাপতি করার জন্য ২০ হাজার টাকা নেন পরবর্তিততে অন্যজনের কাছ থেকে দ্বিগুন টাকা নিয়ে সভাপতি করেন। আমি চাপ সৃষ্টি করলে আমার টাকা ফেরত দেন। বিষয়টি আমি উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ করেছি। শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও শোলক ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ বাবু মোল্লা অভিযোগ করে বলেন, সারা জীবন দলের জন্য জীবন বাজি রেখে যারা দলকে সুসংগত করেছে তাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ৯টি ওয়ার্ড কমিটি ঘোষনা করে ইউনিয়ন সভাপতি, সম্পাদক স্বীয় পদে থাকার বৈধত ও নৈতিকতা হারিয়েছে। তাদেরকে ইউনিয়ন কমিটির দায়িত্ব থেকে বাদ দিয়ে পুনরায় ওয়াডর্ কমিটি করার জন্য উপজেলা ও জেলা কমিটির প্রতি দাবি জানান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তৃনমূলের প্রায় দুই সহ¯্রাধিক নেতাকর্মী ধামুরা বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ধামুরা বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশে করেছে। পদবঞ্চিত ৩নং ওয়ার্ড সভাপতি প্রার্থী কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ১নং সদস্য আনোয়ারুল হক মিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সান্টু মোল্লা, যুবলীগের সহ-সভাপতি মিন্টু দাস ও ইউপি সদস্য তানভীর আহমেদ ফারুক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসান শরীফ, পদ বঞ্চিত সভাপতি প্রার্থী আবুল হোসেন সিকদার, বক্কার সরদার, মান্নান মিয়া, সাধারন সম্পাদক প্রার্থী সুমন মোল্লা ৪ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মন্টু হাওলাদার, সম্পাদক প্রার্থী আঃ জলিল বেপারী, সাজু মীর, ৫ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী জাকির সরদার, সম্পাদক প্রার্থী মোশারফ সরদার, ৬ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী রতন কুমার বাড়ৈ, প্রসাদ বাড়ৈ, সম্পাদক প্রার্থী মাখম, লিটন, দেলোয়ার, আলী বেপারী, ৭নং ওয়ার্ড সভাপতি প্রার্থী সোবাহান হাওলাদার, সম্পাদক প্রার্থী ও ইউপি সদস্য আফজাল হোসেন খান, মিন্টু দাস, জয়নাল বেপারী, ৮নং ওয়ার্ড সভাপতি প্রার্থী আইয়ুব আলী হাওলাদার(মুক্তিযোদ্ধা), সম্পাদক প্রার্থী রহিম তালুকদার, মহিউদ্দিন হাং, ৯নং ওয়ার্ড সভাপতি প্রার্থী জালাল খোন্দকার, শামীম আকন, আলমগীর হাওলাদার, সম্পাদক প্রার্থী মোবারক মোল্লা, কালাম হাওলাদার, রফিক সরদার প্রমূখ। বক্তারা শোলক ইউনিয়নে টাকার বিনিময়ে গঠিত ৯টি ওয়ার্ড কমিটি বাতিল করে তিন দিনের মধ্যে নতুন করে কমিটি গঠনের দাবি জানান। নতুবা তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোঘনা করার হুমকি দেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল হালিম ও সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগের কোনা সত্যতা নাই, দলে মধ্যে অবস্থানকারী জামাত বিএনপির এজেন্টরা দলের মধ্যে বিশৃংখলা তৈরীর জন্য মিথ্যাচার চালাচ্ছে। সঠিক মূল্যয়ন করে ত্যাগীদের মধ্যে পদ পদবী দেয়া হয়েছে। উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার অর্থের বিনিময়ে ওয়ার্ড কমিটি গঠনের লিখিত অভিযোগ হাতে পাওয়ার কথা স্বীকার করে বলেন, ওয়ার্ড কমিটি গঠনে তিন জনকে দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যানকে বাদ দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা ও সমন্বয়হীতার কারনে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি দেখার জন্য জেলা কমিটি আমাকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়টি একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরে সত্যতা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।