বরিশাল
বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতির মায়ের মৃত্যুতে শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নাজমুল ইসলাম কিরন সেরনিয়াবাতের মাতা লুৎফুন নেছা (৯০) বার্ধক্য জনিত কারনে ঢাকায় ছেলের বাসায় শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি…..রাজেউন)। মৃত্যু কালে তিনি এক ছেলে, নাতী-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ আছর মরহুমার জানাজার নামাজ শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিকলীগ সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।