বরিশাল
উজিরপুরে ইলিশ মাছ মওজুদ রাখার দায়ে জেলের এক বছর কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে গোপনে ইলিশ মাছ আহরন করে নিজ বাড়িতে মওজুদ রেখে বিক্রির অভিযোগে সোমবার এক জেলেকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমন আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তার। দন্ডপ্রাপ্ত জেলেকে গতকাল সোমবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামের সহিদ খলিফার পুত্র মো: কাওসার খলিফা (২৮) গোপনে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করে নিজ বাড়িতে মজুদ করে বাড়িতে বসে বিক্রি করে আসছিল। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ কাওসার খলিফার বাড়িতে অভিযান চালায়। এ সময় ডিমওয়ালা ইলিশসহ হাতেনাতে কাওছারকে আটক করে দুপুরে উজিরপুর ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। স্বাক্ষ্যপ্রমানের ভিত্তিতে ভ্রাম্যমন আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তার জেলে কাওসার খলিফাকে এক বছরের সশ্রম কারাদন্ডে প্রদান করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির পাল জানান, দন্ডপ্রাপ্ত কাওছঅর খলিফাকে সোমবার বরিশাল কেন্দ্রীয় কারাপারে পাঠানো হয়েছে।