বরিশাল
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” মূল সুরকে ধারন করে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৯ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া ডাক বাংলা মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সু-শাসনের জন্য নাগরিক সুজনের যৌথ উদ্যোগে সোমবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অঅগৈলঝাড়া উপজেলা সুজনের সভাপতি সভাপতি জেমস রিপন বাড়ৈর সভাপতিত্বে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশাল জেলা সমন্বয়কারী মোজাম্মেল হোসেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন বাড়ৈ, দি হাঙ্গার প্রজেক্ট উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ লিটন, জেমস প্রদীপ রায়, সাংবাদিক এস এম শামীম, সাইফুল ইসলাম, সুজনের বাকাল ইউনিয়ন সাধারন সম্পাদক হরে কৃষ্ণ রায় পলাশ, ইউপি সদস্য পবিত্র রানী রায়, শান্তনা বেগম, নারী নেত্রী মমতাজ বেগম, সুমা কর প্রমুখ।
অঅলোচনা শেষে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৯ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।