গৌরনদী
গৌরনদীতে ইজারার শর্ত ভঙ্গ ঃ সরকারি জমি প্রভাবশালীর কবল মুক্ত করে ৯ হতদরিদ্র পরিবারকে ইজারা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন গোবর্দ্ধন গ্রামের প্রভাবশালী ধনাঢ্য ব্যাক্তির কবল থেকে সরকারি জমি মুক্ত করে করে ৯টি হতদরিদ্র পরিবারসহ ১০টি পরিবারের মধ্যে বণ্টন করে ইজারা দিয়েছেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি)। গত বৃহস্পতিবার সকালে ইজারা সংক্রান্ত কাগজপত্র পরিবারের হাতে তুলে দেয়া হয়। গত ৪৫ বছর যাবত ভূয়া তথ্য দিয়ে প্রভাবশালী আব্দুর রব ৩একর ৬১ শতাংশ সরকারি জমি ইজারা নিয়ে শর্ত ভঙ্গ করে বহুতল পাকা ভবন নির্মান, পুকুর খনন, গাছ বিক্রি ও সরকারি খাল ভরাট করে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
স্থানীয় লোকজন, ভূমি অফিস ও ইজারাপ্রাপ্তদের সাথে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা ওয়ার্কাস পার্টির সাবেক সভাপতি ও উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিন গোবর্দ্ধন গ্রামের আ. রব সরদার প্রভাব খাটিয়ে গত ৪৫ বছর যাবত উপজেলার জে এল ১৩২ নং দক্ষিন গোবর্দ্ধন মৌজার এস এ ৯৪, ৯২, ১০২ নং খতিয়ানের হাল ২০৯, ২১০, ২২১, ২৫৪, ২৫৭, ২১২ ও ২১৩ নং দাগের ৩ একর ৬১ শতাংশ জমি লিজ নেন। সম্পত্তি লিজ নিতে তিনি নিজেকে অশিক্ষিত মূর্খ্য, কৃষিজীবি, জমাজমি সম্পর্কে অনভিজ্ঞ ও অসচেতন ও লিজের শর্ত সম্পর্কে জ্ঞান নেই দাবি করে লিখিত হলফনামা দাখিল করেন। গত এক বছরে লিজের শর্ত ভঙ্গ করে ইজারার জমিতে বহুতল পাকা ভবন নির্মান, পুকুর খনন, জমির গাছ বিক্রি ও সরকারি খাল ভরাট করে।
গৌরনদী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরে ও পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ কয়েক দফা সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকাশিত সংবাদের যথাযথ সত্যতা পান এবং ওই জমিতে বসবাসকারী হতদরিদ্র পরিবারের মধ্যে ইজারা দেওয়ার উদ্যোগ গ্রহন করে ৯টি হতদরিদ্র অসহায় পরিবারসহ ১০টি পরিবারের মধ্যে জমি বণ্টন করে ইজারা দেন।
ইজারা প্রাপ্তরা হলেন, দক্ষিন গোবর্দ্ধন গ্রামের আ. মান্নান সরদার, সোনামদ্দিন সরদার, কালাম সরদার ৯০ শতাংশ, আজাহার সরদার ও আতাহার সরদার ৯০ শতাংশ, হাকিম সরদার, বাবুল সরদার, আবুল সরদার, কামাল সরদার ও জামাল সরদার ৫৫ শতাংশ, সাফিয়া বেগম ১৫ শতাংশ। এছাড়া ভঙ্গ করে আব্দুর রব সরদারের খননকৃত পুকুরটিও ৯টি পরিবারের মধ্যে সমবণ্টন করে দেন।
জমিতে শর্ত ভঙ্গ করে আব্দুর রব সরদারের নির্মিত ১৯৭৮ বর্গ ফুট বহুতল ভবনটির ৬ হাজার ৯শত ২৩ টাকা লিজমানি নির্ধারন করে এবং এক একর জমি রব সরদার গংদের মধ্যে ইজারা প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার ইজারার কাগজপত্র হাতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন ইজারাপ্রাপ্ত সোনামদ্দিন (৭০), সাফিয়া বেগম (৫০)সহ সকলেই। তারা বলেন, ৪৫ বছর পর মোরা ন্যায্যতা পাইলাম, টাকা আর ক্ষেমতার জোরে এতো বছর মোগো বঞ্চিত করা অইছিল। স্থানীয় সচেতন মহল অনেকেই জানান, লোভ ও প্রভাবমুক্ত থেকে উপজেলা ভূমি অফিস একটি সাহসীক পদক্ষেপ গ্রহন করায় অসহায় পরিবারগুলোর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ বলেন, সরকারি নীতিমালা অনুয়ায়ী সরকারি জমিতে অধিকার বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। শর্ত ভঙ্গ করে ভূমির আকার পরিবর্তন ও সরকারি খাল ভরাট করায়ও রব সরদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, ওই সম্পত্তির আর এস রেকর্ডিয় মালিক ছিলেন সুভাশিনি দেবী। ১৯৬৫ সালে সুভাশিনি ভারতে চলে যান। পরবর্তিতে ১৯৭০ সালে এক আদেশে ওই ৩ একর ৬১ শতাংশ সম্পত্তি ভিপিভূক্ত করা হয়।