বরিশাল
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় উজিরপুরে দুই জনকে কারাদন্ড, একজনকে অর্থ দন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের উজিরপুরের সন্ধ্যানদীতে ইলিশ মাছ ধরার অপরাধে গত রোববার রাতে উজিরপুর ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার দুই জেলেকে এক বছর করে কারাদন্ড ও একজনকে অর্থ দন্ড প্রদান করেছে। সোমবার সাজাপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে।
উজিরপুর নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুমা আক্তার একদল পুলিশ নিয়ে সন্ধ্যা নদীর উজিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ হাজার মিটার জালসহ তিনজনকে আটক করে। উজিরপুর ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে উজিরপুরের রাখালতলা গ্রামের সুকান্ত ঢালীর পুত্র সাগর ঢালী ও বাবুগঞ্জ উপজেলার দেহরগতি গ্রামের জব্বার হাওলাদারের সাইদুল হাওলাদারকে এক বছর করে কারাদন্ডে দন্ডিত করা হয়। এ ছাড়া দেহেরগতি গ্রামের হানিফ সিকদারের পুত্র কলেজ ছাত্র রাহাত সিকদারকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি) শিশির পাল জানান, কারাদন্ডে দন্ডি দুইজনকে সোমবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।