গৌরনদী
গৌরনদীতে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বাকাই ঠাকুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টা ঘটনায় সোমবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিশুর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আসামি পলাতক রয়েছে।
বাদি এজাহারে উল্লেখ করেন, গত রোববার সকাল পোনে ৮টায় মেয়ে (৯) ল²ী পূজার জন্য শেফালী ফুল কুড়াতে প্রতিবেশী ইছাগুড়ি বাকাই গ্রামের গ্রামের বিল্লধর সরকারের ছেলে ও বাকাই বাজারের স্বর্ণের দোকাদার বীরমোহন সরকারের বাড়িতে যান। ফুল নিয়ে আসার সময় বীরমোহন (৩০) মেয়েকে ডাক দিয়ে ঘরের মধ্যে নেন। এ সময় ঘরে কেউ ছিলেন না। কথা বলঅর এক পর্যায়ে সকাল ৮টার দিকে বীর মোহন পাকা ভবনের খাবার কক্ষের পাশের কক্ষে মেয়েকে নিয়ে জোরপূর্বক পরিধেয় বস্ত্র খুলে ধর্ষনের চেষ্টা করে। মেয়ে ডাক চিৎকার দিলে বীরমোহন তাকে ছেড়ে দেন। মেয়ে কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে বিষয়টি তাকে (বাদিকে) জানান। বাদি অভিযোগ করে বলেন, এ ঘটনাটি আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেই কিন্তু প্রভাবশালী বীরমোহনের বিরুদ্ধে কেউই কথা বলতে বা বিচার করতে রাজি হননি বিধায় মামলা করার সিদ্বান্ত নেই।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, শিশু ধর্ষনের চেষ্টার ঘটনায় শিমুর মা বাদি হয়ে সোমবার বীরমোহনকে আসামি করে ধর্ষন চেষ্টায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।