গৌরনদী
গৌরনদীর আঁড়িয়াল খা নদীতে ভ্রাম্যমান অভিযান অভিযান \ দুই হাজার মিটার কারেন্ট জালে আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আড়িয়াল খাঁ নদীর বরিশালের গৌরনদী উপজেলা হোসনাবাদ ও মিয়ারচর এলাকায় গতকাল রোববার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে দুই হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিস মাছ জব্দ করে। পরে অবৈধ জালে অগ্নিসংযোগ করে এবং জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করেন।
গৌরনদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানায়, ইলিশ প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গৌরনদী উপজেলার হোসনাবাদ ও মিয়ারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ইলিশ মাছ ধরা শুরু করে কিছু অসাধু মৎস্যজীবীরা। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ইসরাত জাহানের নেতৃত্ব্ েএকটি দল আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালায়। পুলিশের টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। এ সময় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়। এছাড়াও জালের সাথে পাওয়া প্রায় ৪০কেজি ইলিশ মাছ উপজেলার পাঁচটি এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আসাদুল হক প্রমুখ।