বরিশাল
আগৈলঝাড়ায় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় বর্নাঢ্য র্যালী বের করা হয়। ল্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবদুল্ল¬াহ লিটন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।