বরিশাল
আগৈলঝাড়ায় ইয়াবাসহ ৭জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ শুক্রবার রাতে বিশেষ অভিযানে চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ৭জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাদি হয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, শুক্রবার গভীর রাতে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী, উপজেলার নগরবাড়ি গ্রামের সোহাগ হাওলাদারের ছেলে মনির হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ মনির হাওলঅদার, সুজনকাঠী গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে সরোয়ার সরদার, রাহুতপাড়া গ্রামের জোগেস সরকারের ছেলে পরিতোষ ও বরিশালের পলাশ পুরের সালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারকে ১০৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এসআই শাহাবুদ্দিন বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
একই রাতে উপজেলার কালুরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে মারুফ হোসেন, হাবিব হাওলাদারের ছেলে আলামিন হাওলাদার, সুজনকাঠী গ্রামের নুরুল হক মোল্ল¬ার ছেলে মহিদুল মোল্ল¬াকে ৫৫ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের এসআই জামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।