গৌরনদী
উজিরপুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে প্রবাসীর স্ত্রীকে (২৫) শ্লীলতাহানির ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভ’ক্তভোগী বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দাযের করেছে। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি শহিদুল ইসলাম হাওলাদারকে (৩২) গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানান, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী (২৫) শিকারপুর বন্দরের একটি ফ্লাট ভাড়ায় পুত্র শিশু সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। গত ৪/৫ মাস ধরে একই উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের পুত্র শহিদুল ইসলাম হাওলাদার বিভিন্ন সময় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করে আসছিল।
প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, গত ৬ অক্টোবর সকাল ১১টায় তিনি পুত্র সন্তানকে নিয়ে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে শিকারপুর মসজিদ গলিতে পৌছালে শহিদুল পথরোধ করে কু-প্রস্তাব দেন। এতে আমি রাজি না হওয়ায় শহিদুল গালাগাল করে এক পর্যায়ে আমাকে হাত ধরে টানা হেচরা করে শ্লীলতাহানী ঘটায় এবং যৌন হয়রানী করে, আমি ডাক চিৎকার দিলে সে পালিয়ে যায়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদি হয়ে শহিদুল ইসলাম হাওলাদারকে আসামি করে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত যুবক শহিদুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।