গৌরনদী
গৌরনদীর মাহিলাড়া কলেজের প্রভাষক জাকির হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মাহিলাড় ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাাষক এস.এম. জাকির হোসেন দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারত থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিল। গত ৪/৫ দিন পূর্বে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১.০০ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজিউন) মৃত্যুকালে জাকির স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। আজ বুধবার দুপুর ২টায় মাহিলাড়া কলেজ মাঠে প্রথম জানাজা ও দুপুর ৩টায় দক্ষিন বিজয়পুর জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তিতে তা পৈত্রিক বাড়ি কালকিনির ক্রোকিরচর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।