গৌরনদী
গৌরনদীতে স্কুল ছাত্রী উত্যক্তের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার আর,কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনিরর ছাত্রীকে (১৪) উত্যক্ত ও যৌন হয়রানী করার ঘটনায় গতকাল রোববার ছাত্রীর বাবা বাদি হয়ে বখাটে এনামুল শেখকে (১৫) আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ রোববার মামলার এজাহারভূক্ত আসামি বখাটে এনামুল শেখকে গ্রেপ্তার করেছে।
গৌরনদী মডেল থানায় বসে স্কুল ছাত্রী জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরোয়ার শেখের বখাটে পুত্র এনামুল শেখ (১৫) স্কুলে আসা যাওয়ার পথে কয়েক মাস যাবত তাকে উত্যক্ত করে এবং মাঝে মধ্যে জোরপূবর্বক পথরোধ করে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে যৌন হয়রানী করে আসছিল। স্কুল ছাত্রীর বাবা মামলার বাদি এজাহারে বলেন, দীর্ঘদিন ধরে মেয়ে উত্যক্ত করলেও গত শনিবার মেয়ে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর পোনে ২টার দিকে চন্দ্রহার পল্লি বিদ্যুৎ সাব ষ্টেশনের কাছে পৌছলে বখাটে এনামুল শেখ তার পথরোধ করে অশ্লীল কথাবার্তা বলে কু-প্রস্তাব দেয়। মেয়ে এর প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালাগাল করে দেখে নেওয়ার হুমিক দেন। মেয়ে বাড়িতে বিষয়টি জানালে সে (বাবা) বখাটের অভিভাবকের কাছে বিচার দাবি করেন। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে তাকেও হুমকি দেয়।
স্থানীয়রা জানান, এনামুল শেখের বখাটেপনায় এলাকার মেয়েরা অতিষ্ঠ। তারা নিরাপদে স্কুলে যেতে পারে না। বখাটে এনামুল সম্পর্কে ভূক্তভোগীরা তার বাবা সরোয়ার শেখকে অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নেননি। চন্দ্রহার আর,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এনামুল শেখের বখাটেপনায় ছাত্রীরা নির্বিগ্নে চলাফেরা করতে পারত না। বিদ্যালয়ে শৃংখলা বিনষ্ট করত। তাকে একাধিক ভাল হওয়ার সুযোগ দেয়া হলেও তার মধ্যে কোন পরিবর্তন হয়নি। পরে গত বছর বখাটে এনামুলকে স্কুল থেকে টিসি দেয়া দেয়া হয়েছে। অভিযোগের ব্যাপারে বখাটেকে থানা হাজতে জানতে চাইলে কথা কোন বলেননি। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, উত্যক্তের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে রোববার এনামুল শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহার ভূক্ত আসামি এনামুল শেখকে গ্রেপ্তার করে গতকাল রোববার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।