বরিশাল
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে র্যালী, দোয়া ও মোনাজাত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ালীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বনাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে নেত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, মুক্তিযোদ্ধা আবু তাহের, লিয়াকত আলী হাওলাদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো.রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, গৈলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মহিবুল্লাহ।