বরিশাল
আগৈলঝাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ পরিদর্শনে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রছাত্রীদের মহান মুক্তিযুদ্ধে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানাতে ও পরিচয় করিয়ে দিতে ব্যতিক্রমর্ধমী উদ্যোগ গ্রহন করেছে প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক। বুধবার উপজেলার কাঠিরায় নির্মিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন ৭ম শ্রেনীর ২৫০ জন শিক্ষার্থীর।
জোবাইন হোসেন, জিহাদ মোল্লা, পূর্বাশা তাসমিম, হাসনা আক্তারসহ শিক্ষার্থীরা জানান, তারা নিজ উপজেলার মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধা সম্পর্কে কিছুই জানতেন না। বিদ্যালয়ের প্রধঅন শিক্ষকের এ উদ্যোগের ফলে মুক্তিযদ্ধের সময় এলাকার বদ্ধভূমি চিনলাম, জানলাম ইতিহাস ও মুক্তিযুদ্ধে শহীদদের নাম। এ সময় উপস্থিত ছিলেন সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লিটন আবদুল্ল¬াহ, শিক্ষক কাইউম লস্কর, জামাল হোসেন, নির্মল ভদ্র, মাহমুদুল আলম মিঠু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সাংবাদিক এসএম শামীম প্রমুখ।