গৌরনদী
বরিশালে চেয়ারম্যান ও গৌরনদীতে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৩৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান গতকাল বুধবার চেয়ারম্যানদের বরিশাল ও মেম্বরদের উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথমধাপের ইউপি নির্বাচনে জেলার গৌরনদী, হিজলা, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার ২১জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বুধবার সকালে শপথ গ্রহণ করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। একইদিন বিকেলে নব-নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহ্বুব আলম ।
শপথ নেয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন-গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সৈকত গুহ পিকলু, নলচিড়ার গোলাম হাফিজ মৃধা, চাঁদশীর কৃষ্ণ কান্ত দে , বাটাজোরের আব্দুর রব হাওলাদার, বার্থীর শাহজাহান প্যাদা, সরিকলের ফারুক হোসেন মোল¬া। ওই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত উদ্যোক্তার সাথে চুক্তি স্বাক্ষর না করায় তার শপথ গেজেটভূক্ত হয়নি।