বরিশাল
আগৈলঝাড়ায় ইভটিজিং ও মাদককে না বলতে শিক্ষার্থীদের শপথ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যেগে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলার বাগধা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইভটিজিং বাল্য বিবাহ ও মাদককে না বলতে ছাত্রী ছাত্রীরা শপথ গ্রহন করেন।
বাগধা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির কমিটির সভাপতি আবুল বাশার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলঅদার। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাসির উদ্দিনসহ কলেজে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। আলোচনা শেষে উপস্থিত ছাত্র ছাত্রীরা হাত উচিয়ে ইভটিজিং বাল্য বিবাহ ও মাদককে না বলতে শপথ গ্রহন করেন।