বরিশাল
বাল্য বিবাহ ও যৌন সহিংতসা বন্ধে উজিরপুর হারতা কলেজের শিক্ষার্থীদের শপথ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এবং গার্লস অ্যাডভোকেসি এ্যালায়েন্স ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগীতায় “বাল্য বিবাহ ও যৌন সহিংসতা বন্ধে সামাজিক সচেতনাতামূলক প্রচারাভিযান” উপলক্ষে গতকাল সোমবার সকালে উজিরপুরের হারতা স্কুল এ্যাÐ কলেজের ১ হাজার ৪ শত ছাত্র ছাত্রী “বাল্য বিবাহ ও যৌন সহিংসতা বন্ধে” শপথ গ্রহন করেন।
কলেজ মাঠে শপথ গ্রহন শেষে হারতা স্কুল এ্যাÐ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্র ছাত্রী, অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ চন্দ্র হরেন রায়। অনুষ্ঠানে আলোচক ছিলেন বরিশাল জেলা জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সাধারন সম্পাদক ও দি হাঙ্গার প্রোজেক্টের বরিশাল জেলা সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের গৌরনদী উপজেলা সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, হারতা স্কুল এ্যাÐ কলেজের অধ্যক্ষ বানী কান্ত মন্ডল, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বিজয় কৃঞ্চ দাস, সাবেক সদস্য বাসুদেব পাড়–য়া, জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উজিরপুর উপজেলা সভাপতি মোঃ জহির খান, সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, যুগ্ম সাধারন সম্পাদক সরদার সোহেল, সাংবাদিক ননী বিশ্বাস, শামীম মীর, প্রভাষক আতাউর রহমান, সুনীল কুমার বৈরাগী ও উত্তম বিশ্বাস প্রমূখ।