বরিশাল
আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে রোববার বিদ্যুৎস্পষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে াসে। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন জানান, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের এস রহমানের স্ত্রী গতকাল রোববার সকালে কাজ করে ঘরের মেঝেতে মাল্টিপ্লাগ রেখে কাজে যান। এ সময় দুই বছরের ছেলে জোনায়েত হোসেন মাল্টিফ্লাগে আঙ্গুল ঢুকিয়ে দিলে বিদ্যুৎস্পষ্ট হয়ে আহত হন। মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।