বরিশাল
কিন্ডগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তিলাভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের ২০১৮ সালের বৃত্তিলাভ করেছে আনজুম শাহরিয়ার ইফতি। বরিশাল মল্লিকা কিন্ডার গার্ডেন থেকে নার্সারী শাখায় ইফতির বৃত্তি লাভের ফলাফল শনিবার সকালে প্রকাশ করা হয়। আনজুম শাহরিয়ার ইফতি আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন ও গৃহিনী নাদিয়া জাহান মনি দম্পত্তির বড় সন্তান। ইফতির জন্য সকলের দোয়া চেয়েছেন তাঁর বাবা ওসি মো. আফজাল হোসেন।