বরিশাল
গৌরনদীতে বজ্রপাত রোধে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বেজ্রপাতের হাত থেকে মানুষ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় বরিশালের গৌরনদীতে এবার তালবীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে।
জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় উপজেলার শরিকলে দুই হাজার তালবীজ রোপণ করেন বৃক্ষপ্রেমী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা। শরিকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রামীণ জনপদের রাস্তার পাশে গতকাল সকাল ১০ টায় এ তালবীজ রোপন কর্মসূচি উদ্বোধণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাকোকাঠী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান, উপ সহকারী কৃষি অফিসার আক্কাস আলী, ইউপি সদস্য ফারুক সরদার, আফজাল মোল্লা, ইউডিসি জাহিদ হাসান সুজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।