গৌরনদী
সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের শপথ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী বৃহত বিদ্যাপিঠ সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচন ২০১৬র নব-নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথবাক্য পাঠ করান ছাত্রসংসদের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মোঃ নুরুজ্জামান মুন্সী, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, ওসি তদন্ত এস,এম, আফজাল হোসেন, আগৈলঝাড়া আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক রইস সেরনিয়াবাদ, বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি অলিউল্লাহ অলি, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সুমন, মোঃ শুভ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, উপজেলা সাবেক সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাবেক সাধারন সম্পাদক নয়ন শরীফ, সাবেক কলেজ সভাপতি শাওন ইসলাম মনির, সাবেক পৌর সভাপতি নজরুল ইসলাম , কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোলা-, আগৈঝৈাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাদ, সাধারন সম্পাদক জাকির পাইাক । নির্বাচিতরা হলেন, ভিপি সুমন মাহমুদ, জি,এস, জাহিদুল ইসলাম, এ,জি,এস রেজভি জামান, ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া, নাট্য সম্পাদক বেলাল মিয়া, আন্তঃ ক্রীড়া সম্পাদক ফয়সাল সরদার, সম্পাদিকা ফেরদৌসআরা মিতু, বার্ষিকী সম্পাদক জাফর ফকির, সমাজ সেবা সম্পাদক ইব্রাহিম মোল্লা, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আকতার হোসেন, সদস্য রবিউর রহমান, হাসিবুল হাসান, কাজী আরাফত, মামুন ভূইয়া, সুবর্ন দেবনাথ, রায়হান মুজিব। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন ক্লোজ আপ ওয়ান তারকা কন্ঠশিল্পী রিংকু, লালন কন্যা শৈলী । নৃত্য পরিবেশন করেন মিথিলা, রাসেল ও বাধনসহ বিশিষ্ট শিল্পীরা।