বরিশাল
আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়ায় বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অণুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক মো.আবুল কালাম তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাইদুর রহমান, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, শফিকুল ইসলাম টিটু প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ রইচ সেরনিয়াবাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বাকাল ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে গৈলা ইউনিয়ন পরিষদ বিজয়ী হন।