গৌরনদী
গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার সকালে “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবন নিশ্চয়তা” এ শ্লোগান ধারন করে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারিহা তানজিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলালীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি অংশ গ্রহন করেন।