গৌরনদী
গৌরনদীতে মাদ্রাসা ছাত্রী অপহরণে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার লক্ষনকাঠি নুরানী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে (১৩) অপহরণের ঘটনায় অপহৃতার বাবা বাদি হয়ে শনিবার অপহারনকারী আমিনুল হাওলাদারসহ (২২) ৪ জনের নামোল্লেখ করে ৬ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিসুজ্জামান জানান, গৌরনদী উপজেলার লক্ষনকাঠি নুরানী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মাদ্রাসায় আসা যাওয়ার পথে একই উপজেলার বাটাজোর ইউনিয়ননের ঘেয়াঘাট গ্রামের বখাটে আমিনুল হাওলাদার (২২) প্রায়ই ছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৯ আগষ্ট স্কুল থেকে আসার পথে বখাটে আমিনুল প্রেমের প্রস্তাব দেন। ছাত্রী বখাটের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটে আমিনুল ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। গত ৩১ আগস্ট দুপুর আড়াইটার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে লক্ষনকাঠী এলাকায় পৌছলে বখাটে আমিনুলের নেতৃত্বে ৩/৪ সন্ত্রাসী যুবক ছাত্রীর পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ছাত্রীকে মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ছাত্রী ডাক চিৎকার দিলে স্থাীয়রা দাড়িয়ে দাড়িয়ে দেখলেও অপহরণকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় অপহৃতার বাবা বাদি হয়ে ৪ জনের নামোল্লেখসহ ৬ জনকে আসামি করে শনিবার গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, অপহৃতাকে উদ্ধার ও মামলার আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।