বরিশাল
উজিরপুরে সাইদুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর সাইদুল স্মৃতি সংসদের উদ্যোগে শিকারপুর সরকারি শের-ই-বাংলা কলেজ মাঠে সাইদুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাসব্যাপি এ টুর্নামেন্টে ২০টি দল অংশ নেন। টুনামেন্টের ফাইনাল খেলায় ইদীলকাঠী একাদশকে ০-২ গোলে হারিয়ে শিকারপুর একাদশ চ্যাম্পিয়ন হন।
উজিরপুর সাইদুল স্মৃতি সংসদের সভাপতি মোঃ সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার। বক্তব্য রাখেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি প্রমূখ।
উজিরপুর সাইদুল স্মৃতি সংসদের সভাপতি মোঃ সেলিম মুন্সী জানান, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় কিশোর ও যুবকদের উৎসাহ দিতে সাইদুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ আয়োজন করা হয়। এ বছর মাসব্যাপি ফুটবল খেলায় ২০টি দল অংশ নিন।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মজিদ সিকদার বক্তৃতায় বলেন, মাদকাসক্ত হয়ে যুব সমাজ ধ্বংশের দিকে চলে যাচ্ছে। মাদকাসক্ত ও অপসাংস্কৃতির আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকলে মানুষের মন ও মেধার বিকাশ ঘটে। তাই বেশি বেশী করে খেলা ধূলার আয়োজন করার জন্য ক্রীড়ামোদীদের প্রতি আহবান জানান। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার।
উল্লেখ্য মাদকসেবীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ১৯৯৮ সালে সন্ত্রাসীরা উজিরপুরে কৃতি সন্তান বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্র মোঃ সাইদুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। তার স্মৃতি ধরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।