বরিশাল
গৌরনদীতে বাল্যবিয়ে প্রতিরোধে সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদূ২৪ ডটকম/ বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বুধবার সকালে গৌরনদী উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গালস্ এ্যাডভোকেসি এ্যালাইন্স, আভাস এবং এইড’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার। বক্তব্য রাখেন উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, যুব উন্নয়ন কর্র্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী প্রমুখ।