বরিশাল
দৈনিক আমাদের বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধির জামিন লাভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ দৈনিক আমাদের বরিশাল পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেল ৭১র গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানেকে মাদক মামলায় সম্পৃক্ত করে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় বুধবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে ফারুক জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
দৈনিক আমাদের বরিশাল পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেল ৭১র গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান জানান, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ারের বিরুদ্ধে দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় গত ৭, ৯ ও ১০ জুলাই স্বনামে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওসি গোলাম সরোয়ার গত ১৫ জুলাই রাতে এসআই আসাদুজ্জামানকে বাদি করে গৌরনদী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশে মামলা দায়েরের ২০ ঘন্টা পর সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি প্রত্যাহার করে নেন । পরবর্তিতে গৌরনদী থানায় একটি মাদক মামলায় তাকে আসামি করা হয়। গতকাল বুধবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে ফারুক জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন। আসামি মোল্লা ফারুক হাসানের পক্ষে আইনজীবি ছিলেন আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম ও এডভোকেট সাইয়েদ উদ্দিন আহম্মেদ মধু।