গৌরনদী
গৌরনদীতে বৃক্ষরোপন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী প্রথম আলো বন্ধুসভা ও সততা এডুকেশনাল একাডেমীর উদ্যোগে সোমবার বৃক্ষ রোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষাধি গাছের চারা বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
এ উপলক্ষে সাকোকাঠী সততা এডুকেশনাল একাডেমীর মিলনায়তনে সমাবেশের সভাপতিত্ব করেন সততা এডুকেশনাল একাডেমীর সভাপতি ও গৌরনদী বন্ধুসভার পাঠাগার সম্পাদক এইচ, এম, রাসেল। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি গৌরনদী বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, সাকোকাঠী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাধু, গৌরনদী বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, সম্পাদক শ্রীকৃঞ্চ চক্রবর্তী, সততা এডুকেশনাল একাডেমীর শিক্ষক হেমায়েত উদ্দিন, নুর মহাম্মদ,শাহেদ ইকবাল, মনজুরুল ইসলাম, মোহাম্মদ হৃদয়, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক প্রচার সম্পাদক শামীম মীর, ব্যবসায়ী কাজী সাইফুল ইসলাম, আজকাল প্রতিনিধি কে, এম শোয়েব প্রমূখ। আলোচনা শেষে বৃক্ষ রোপন, সততা এডুকেশনাল একাডেমী ও আগরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে বনজ, ফলজ ও ঔষাধি চারা বিতরন করা হয়।