গৌরনদী
গৌরনদীর শ্রেষ্ঠ কলেজ মাহিলাড়া
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বুধবার চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করেছে বরিশাল শিক্ষা বোর্ড। প্রকাশিত ফলাফলে গৌরনদী উপজেলার সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে মাহিলাড়া ডিগ্রী কলেজ। গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বরিশাল শিক্ষাবোর্ড ও কলেজ সূত্রে জানা গেছে, এ বছর মাহিলাড়া কলেজ থেকে ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ শিক্ষার্থী। কৃতকার্য হয়েছে। শতকরা ৯৩.২০%। সরকারী গৌরনদী কলেজে ১ জন, বার্থী কলেজে ২ জন, সরিকল হোসনাবাদ নিজামউদ্দিন কলেজ ৭ জন, গৌরনদী গার্লস স্কুল এ্যাÐ কলেজ ৬ জন, বাটাজোর ফজলে করিম রাবেয়া কলেজে ২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফল ঘোষনার পরে গৌরনদী উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাহিলাড়া ডিগ্রী কলেজের শিক্ষর্থী ও শিক্ষকসহ পরিচালণা কমিটির সদস্যরা উল্লাস প্রকাশ করে কলেজ ক্যাম্পসে আনন্দ মিছিল বের করে।