বরিশাল
উজিরপুর ছাত্রলীগ নেতার হামলায় সেচ্ছসেবকলীগ নেতা রক্তাক্ত জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিজ মাহমুদ ওরফে শাওন (৩২) ও তার সহদরের সজল সরদারের (২৫) হামলায় ওটরা ইউনিয়ন সেচ্ছসেবকলীগের সভাপতি সুয়েজ হাওলাদার (৪০) গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিজ মাহমুদের সঙ্গে ওটরা ইউনিয়ন সেচ্ছসেবকলীগের সভাপতি সুয়েজ হাওলাদারের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বে একাধিকবার সহিংসতার ঘটনা ঘটেছে। সেচ্ছসেবকলীগের সভাপতি সুয়েজ হাওলাদার গত সোমবার রাত ১০টার দিকে তিনি নিজ বাড়ি যাওয়ার পথে ভবানীপুর গালা বাসষ্টান্ডের পাকা সড়ক নামক স্থানে পৌছলে উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিজ মাহমুদ ও তার সহদর সজল সরদার পথরোধ করে হামলা চালায়।
সেচ্ছসেবকলীগের সভাপতি সুয়েজ হাওলাদার অভিযোগ করে বলেন, দলের ক্ষমতা অপব্যবহার করে ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিস ও তার ভাই সহযোগীদের নিয়ে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি, জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। আমি এর প্রতিবাদ করায় সে দীর্ঘদিন ধরে আমার ওপর ক্ষিপ্ত ছিল। সোমবার রাতে আমি বাড়ি যাওয়ার পথে আমার পথরোধ করে দুই ভাই আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে আমি প্রতিবাদ করলে জালিস ও সজল তাদের সঙ্গে থাকা লোহার রড নিয়ে আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে কুটিয়ে জখম করেছে। আমি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আমার গলায় থাকা একটি সোনার চেইন ও পকেটে থাকা নগদ ১০ হাজার ২শত টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। সন্ত্রাসী দুই ভাই আমাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
অভিযোগের ব্যপারে জানতে চাইল উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিজ মাহমুদ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার কোন ঘটনা ঘটেনি তবে ছোট ভাই সজল সরদার সুয়েজের সঙ্গে খারাপ আচরন করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধের কারনে সুয়েজ মিথ্যাচার করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, এ ঘটনায় মঙ্গলবার সেচ্ছসেবকলীগের সভাপতি সুয়েজ হাওলাদার বাদি হয়ে জালিস মাহমুদ ও তার সহদর সজল সরদারকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।