গৌরনদী
আগৈলঝাড়ায় ইভটিজিং ও মাদককে না বলায় শপথ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে রোববার সকালে ইভটিজিং ও মাদককে না বল শ্লোগানে বাহাদুরপুর নিশিকান্ত গাইন গার্লস স্কুল এ্যান্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদক ও ইভটিজিংকে না বলতে শপথ গ্রহন করেন ছাত্রীরা।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে বাহাদুরপুর নিশিকান্ত গাইন গার্লস স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র গাইন, অধ্যক্ষ রনজিত কুমার মধু, আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন। বক্তারা বাল্য বিয়ের কুফল ও বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক প্রতিরোধ ও শিক্ষার্থীদের যৌণ নিপিড়নের বিরুদ্ধে সোচ্ছার হওয়ায় আহবান জানান। এ ছাড়া খেলাধুলার পাশপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করনে শিক্ষকদের গুরুত্বপূর্ন ভুমিকার পালনের আহবান জানান। আলোচনা শেষে ইভটিজিং ও মাদককে না বলায় শিক্ষার্থীদের শপথ গ্রহন করান আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন।