গৌরনদী
গৌরনদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লায় এইচএসসি পরীক্ষার্থীনী সুরাইয়া জান্নাত খাদিজা (১৮) বিদ্যুৎপৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে মৃত্যু বরন করে। সে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থীনী ও একই শিক্ষা প্রতিষ্টানের সহকারী শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনের কণ্যা।
পুলিশ জানায়, গত ২৬ জুন সকালে নিজ বাসার ছাদে কাপড় শুকানোর সময় অসাবধানতা বসত কাপর বিল্ডিংয়ের পাশে বিদ্যুৎতের তারের ওপর পরে । উক্ত কাপড় লোহার রড দিয়ে আনার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। প্রথমে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। সেখানে দীর্ঘ ১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে।