বরিশাল
গৌরনদীতে কল্লাকাটার অপবাদ দিয়ে দুই জনকে গনপিটুনী দিয়ে থানায় সোপর্দ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে কল্লাকাটা অপবাদ দিয়ে বুধবার দুইজন মাদ্রাসার সাহায্য সংগ্রহকারীকে গনপিটুনি দিয়ে গুরুতর আহত করেছে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজাতে চিকিৎসা দিচ্ছে। ছেলে ধরা, কল্লাকাটা সন্দেহে গনপিটুনিতে আহত দুই জনের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। সাম্প্রতিক সময়ে গৌরনদীসহ আশপাশ এলাকায় কল্লাকাটা গুজবে সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
স্থানীয় লোকজন, এলাকাবাসী ও পুলিশ জানান, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মুসারকান্দি গ্রামের মৃত আকুব আলী বেপারীর ছেলে তরিকুল ইসলাম ও একই উপজেলার লুন্দি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান গত বুধবার গেপালগঞ্জের মুকসেদপুর উপজেলার টেকেরহাট চরপ্রসন্নদী জামেয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার আর্থিক সাহায্য সংগ্রহের জন্য্য গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে যান এবং বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্য প্রার্থনা করেন। স্থানীয় কয়েক জন জানান, তরিকুল ও মিজান কয়েকটি বাড়ি থেকে টাকা তুলে নেওয়ার খবর পেয়ে একই গ্রামের কান্ডপাশা নুরানী তালীমুল মাদ্রাসার সুপার মাহামুদুল ইসলাম গ্রামের যুবকদের ডেকে জানান গ্রামে কল্লাকাটা ঢুকেছে। গ্রামের লোকজন তাদের খুঁজে বের করে গনপিটুনী দেয় । আহত তরিকুল ইসলাম ও মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আমরা স্থানীয়দেরর কাছে আমাদের পরিচয়পত্র ও চাঁদা সংগ্রহে থাকা মাদ্রাসা কতৃপক্ষের অনুমতি পত্র দেখালেও কোন কাজ হয়নি। আমাদের কল্লাকাটা অপবাদ দিয়ে হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মিলন হোসেন লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সাড়ে ১টার দিকে থানা পুলিশকে খবর দিয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদি হাসান তাদের দুইজনকে মূমূর্ষ অবস্থাায় উদ্ধার করে গুরুতর আহত দুইজনকে পুলিশ হেফাজাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করেন।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, আহতদের উদ্ধার করে পুলিশ হেফাজাতে চিকিৎসা দেয়া হচ্ছে এবং জামেয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা টেকেরহাট এর কতৃপক্ষকে গৌরনদী থানায় খবর দেয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় তাদের সম্পর্কে তথ্য যাচাইবাচাইর ভিত্তিতে প্রয়জনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাম্প্রতিক সময়ে গৌরনদীসহ আশপাশ এলাকায় কল্লাকাটা গুজবে সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে।