বরিশাল
অজ্ঞান পার্টির খপ্পরে পরে দুই যাত্রীর সর্বস্ব লুট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকা থেকে গৌরনদীতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব খুয়েছেন বরিশালের গৌরনদীর এক শিক্ষক ও আগৈলঝাড়ার এক নারী যাত্রী। গুরুতর অসুস্থ্য অবস্থায় তাদের গতকাল সোমবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনে রবিবার রাতে উপজেলার টরকীচর গ্রামের বাসিন্দা বাবুগজ্ঞ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক অমূল্য রায় ও আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সেরাল গ্রামের জরিনা বেগম গৌরনদী আসছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রী বেশে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তাদের কাছ থেকে নগদ টাকা, ব্যবহৃত স্বর্ণালংকার, মোবাইলসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।