গৌরনদী
গৌরনদীতে শিশু ধর্ষনের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার একটি মাদ্রসার প্রথম শ্রেনির ছাত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ীর কণ্যাকে (৬) ধর্ষনের ঘটনায় শুক্রবার গভীর রাতে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মা বাদি হয়ে বখাটে আজিজুল হককে (১৯) আসামি করে মামলাটি করেন। পুলিশ শনিবার ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরন করেছে।
বাদি এজাহারে উল্লেখ করেন, তার স্বামী টরকী বন্দরে পান সিগারেটের দোকান করেন। তারা স্বামী স্ত্রী একমাত্র মেয়েকে (৬) নিয়ে টরকীর চর এলকায় বসবাস করেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার ঘরের এক পাশে ভিকটিমকে মেয়েকে) খেতে দিয়ে সে নামাজ পড়তে যায়। দুপুর ২টার দিকে তাদের প্রতিবেশী গৌরনদী পৌর সভার ২নং ওয়ার্ডের টরকীর মহল্লার পানু মোল্লার পুত্র বখাটে আজিজুল হক (১৯) তার মেয়েকে ডেকে বাইরে নিয়ে মুখ চেপে তাদের (আসামিদের) বাথ রুমের পাশে জোরপূর্বক ধর্ষন করেছে। স্থানীয় লোকজন ও ভিকটিমের স্বজনরা শিশুটিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে ওই রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, শিশু ধর্ষনের ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে বখাটে আজিজুল হককে আসামি করে একটি মামলা দাযের করেছে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে গতকাল শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরন করেন।