গৌরনদী
গৌরনদী বন্দরে ভাই ভাই মার্কেটে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা সদরে গৌরনদী বন্দরের ভঅই ভাই মার্কেটের একটি কাপরের গোডাউনে গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। আগুন নেভাতে গিয়ে পৌর কাউন্সিলরসহ ৭ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর গুরুতর একজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।
গৌরনদী ফায়র সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ কাঞ্চন আলী মৃধা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঐতিহ্যবাহী গৌরনদী বন্দরের অলক পোদ্দারের কাপরের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন দোতালায় গোডাউনে ছড়িয়ে পড়ে। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আনেন। গোডাউনে থাকা কর্মচারীরা প্রান রক্ষায় ছুটাছুটি করে নামতে গিয়ে ও আগুন নেভাতে গিয়ে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, ব্যসায়ী উত্তম দাস, স্বজল সরকার, ইউসুফ হোসেন, কর্মচারী রনজিত, মোতালেব ও কালামসহ ৭ জন আহত হয়। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইউসুফ হোসেন অবস্থার অবনতি ঘটলে গভীর রাতে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগ্নিকাÐে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা।