প্রধান সংবাদ
উজিরপুরের শিকারপুর সেতুতে গৌরনদীর ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর মেজর এম, এ জলিল সেতুতে গত বুধবার বিকেলে গৌরনদীর ব্যবসায়ী ও ডাচ বাংলা ব্যাংকের সুপার এজেন্ট রিয়াজ মোল্লাকে অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। দুটি মটরসাইকেলযোগে আসা হেলমেট পরিহিত ৪ অস্ত্রধারীরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ওই দিন গভীর রাতে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদীর ব্যবসায়ী ও ডাচ বাংলা ব্যাংকের সুপার এজেন্ট রিয়াজ মোল্লা জানান, দীর্ঘদিন যাবত গৌরনদীতে ডাচ বাংলা ব্যাংকের সুপার এজেন্ট হিসেব কাজ করছেন। প্রতি দিনের ন্যায় বিভিন্ন এলাকা থেকে টাকা কালেকশন করে তিনি গত বুধবার বিকেলে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর মেজর এম, এ জলিল সেতুতে পৌছলে দুটি মটরসাইকে যোগে হেলমেট পড়া অস্ত্রধারী চার ব্যক্তি পধরোধ করে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে ব্যাগ ভর্তি ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে বরিশালের দিকে চলে যান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইর খবর পেয়ে বরিশাল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ছিনতাইর ঘটনায় ব্যবসায়ী রিয়াজ মোল্লা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে।