গৌরনদী
গৌরনদীতে অগ্নিকান্ডে বসতঘর ভাস্মীভূত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি গ্রামে বৃহস্পতিবার দুপরে এক ভয়াবহ অগ্নিকান্ডে মহিউদ্দিন বেপারীর বসতঘর পুরো সম্পূর্নভাবে ভস্মসীভুত হয়েছে। দুপুর একটায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনেন। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দেড় লাখ টাকা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি গ্রামের মহিউদ্দিন সরদার সরদার বৃহস্পতিবার সকালে কাজে যান। স্ত্রী পাশের বাড়িতে ছিলেন। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ মহিউদ্দিনের ঘরে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাক চিৎকার শুরু করে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে স্থানীয়রা নিয়ন্ত্রনে আনার আগেই সম্পূর্নভাবে ঘরটি ভস্মীভুত হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা সম্পর্কে কেউই কিছু জানাতে পারেনি। বাড়ির মালিক জানান, অগ্নিকান্ডে তার ঘরে থাকা ৫০ ধান, চাউল, আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।