গৌরনদী
আগৈলঝাড়ায় সুবিধিাবঞ্চিত নারীদের মাঝে চেক বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আগৈলঝাড়ায় উন্নতজাতের গাভি পালনের মাধ্যমে সুবিধাবঞ্চি নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাকাল ও রাজিহার ইউনিয়ননের নারী উন্নয়ন সমবায় সমিতির লিমিটেডের সুবিধাভোগী সদস্যদের মাঝে গো খাদ্যের চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধঅন অতিথি ছিলেন মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, মন্ত্রীর একান্ত সচীব খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আবু সালেহ মো. লিটন, উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস সহ সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অুনষ্ঠানে সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক নারীর হাতে চেক তুলে দেন প্রধান অতিথি। এছাড়া একই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে মাল্টিমিডিয়া ও সাউন্ডসিস্টেম বিতরন করেন।