গৌরনদী
১৫ জন সহকারী পুলিশ সুপার‘র দর্শনীয় স্থান পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ৩৬তম বিসিএস ব্যাচের ১৫ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার (এএসপি) বরিশালের আগৈলঝাড়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, রাজশাহীর সারদা পুলিশ একাডেমীর প্রশিক্ষণরত ৩৬তম বিসিএস ব্যাচের ১৫ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার শিক্ষা সফর উপলক্ষে শুক্রবার আগৈলঝাড়ায় পৌছেন। তারা শনিবার আগৈলঝাড়া উপজেলার সাড়ে ৫শত বছরের প্রাচীন গৈলার কবি বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শন করেন। সেখান থেকে সেরাল শহীদ আঃ রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রম, আগৈলঝাড়ার তাজমহলসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আঃ রব হাওলাদার, আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ নকিব আকরাম, কবি বিজয় গুপ্ত মনসা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাাবেক প্রধান তারক চন্দ্র দে, মন্দির কমিটির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত, গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাহিত্যিক ও কবি অবিচল আঃ মান্নান, আভা মুখার্জী প্রমুখ। অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।