সারাদেশ
গৌরনদীতে এসপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “শিক্ষাই জাতীর মেরুদন্ড, খেলাধুলা জাতীর মানদন্ড” এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে মাসব্যাপী সালতা প্রিমিয়ার লীগ (এসপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
পূর্ব সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমলাপুর লায়ন্স ক্রিকেট টিমকে সুপার ওভার খেলায় ১-৪ রানে হারিয়ে কটকস্থল শয়ন স্মৃতি সংঘ চ্যাম্পিয়ান হয়। পুরস্কার বিতরণী অনুষ্টান টুনামেন্ট কমিটির সভাপতি ইতালী প্রবাসী মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান বেপারী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খাঞ্জাপুর ইউনিয়নের সদস্য ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন মৃধা, টুনামেন্ট কমিটির সদস্য সমাজ সেবক এনাম তালুকদার, সদস্য মোঃ জলিল বেপারী, রাসেল খান, সুমন সিকদার। শেষে চ্যাম্পিয়ান দলকে এলইডি টেলিভিশন ও রানার্স আপ দলকে স্মার্ট ফোন প্রদান করা হয়। মাসব্যাপী টুনামের্ন্টে ১৭টি দল অংশ গ্রহন করে।