গৌরনদী
গৌরনদীতে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক বিরোধী র্যালী ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “বাল্য বিয়ে রোধ করি, কণ্যা শিশুর ভবিষ্যৎ গড়ি” এ শ্লোগানকে ধারন করে বরিশালের গৌরনদীতে রবিবার সকালে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক বিরোধী র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
গৌরনদী উপজেলা নেটওয়ার্কের উদ্যোগে ও সিসিডিবি-সিসিআরপি গৌরনদীর সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মানববন্ধন কর্মসুচী পালন করেন। পরে সিসিডিবি হলরুমে এক আলোচনা সভা এনজিও সমন্বয়ক পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনেস মারান্ডি, হ্যাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি মোজাম্মেল হক, জিডিএসের পরিচালক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, জাতীয় মানবাধিকার ইউনিটির আব্দুল সালেক মামুন প্রমুখ।