গৌরনদী
বিশ্ব যোগাযোগ দিবস ২০১৯ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বিশ্ব যোগাযোগ দিবস ২০১৯ উপলক্ষে বরিশাল কাথলিক ডাইওসিসান সামাজিক যোগাযোগ কমিশনের উদ্যোগে শুক্রবার বিশপস হাউজ মিলনায়তনে কেককাটা ও “অমরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত” সামাজিক নেটওয়ার্ক ভিত্তিক সমাজ থেকে মানবসমাজ ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরিশালের সিনিয়র সাংবাদিক, উন্নয়ন কর্মি আন্ত ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক প্রতিনিধিরা অংশ নেন।
বরিশাল কাথলিক ডাইওসিসান সামাজিক যোগাযোগ কমিশনের সমন্বয়কারী ফাদার অনল টেরেস ডি’কস্তা, সিএসরি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বরিশাল কাথলিক ডাইওসিসেরফাদার লাজারুস গমেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্লারেন্স গোমেজ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, দৈনিক সাহসী বার্তার সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ, দক্ষিনাঞ্চলের বার্তা সম্পাদক মো. আসাদ, বরিশাল কাথলিক ডাইওসিসান সামাজিক যোগাযোগ কমিশনের সাধারন সম্পাদক ফাদার মিঃ মিনাল মাইকেল সিএসসি, বরিশাল ক্যাথলিকের পুরোহিত ফাদার মাইকেল মিলন দেউরী, বরিশাল কারিতাসের কর্মকর্তা রতন গুদা।