প্রধান সংবাদ
উজিরপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. ফায়জুল হক রাকিব তালুকদারকে (২৮) কুপিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা। আহত ছাত্রলীগ নেতা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সোমবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত শাহ আলম তালুকদারের ছেলে রাজু তালুকদার (২২), মৃত নূর মোহাম্মদ হোসেনের ছেলে ওসমান হোসেন (২৪) তাদের সহযোগী তরিকুল ইসলাম (২৫) ও মফিজুর রহমান তালুকদার (২৭) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে এলাকায় বখাটেপনা ও স্কুল-কলেজগামী ছাত্রী উত্যক্ত করে আসছিল। সম্প্রতি সময়ে হস্তিশুন্ড গ্রামের মোঃ হুমায়ুন কবির তালুকদারের ছেলে বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের ৮ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল হক রাকিব তালুকদার বখাটেদের ডেকে বখাটেপনা বন্ধ করতে নির্দেশ দেন। নতুবা পুলিশের হাতে সোপর্দ করার হুমকি দেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হন। এ নিয়ে ছাত্রলীগ নেতা ফায়জুল হক রাকিব তালুকদারের সঙ্গে রাজু তালুকদার ও ওসমান হোসেন বিরোধ শুরু হয়।
ফায়জুল হক রাকিব তালুকদার অভিযোগ করে বলেন, গত রোববার দুপুর আড়াইটার দিকে আমি নিজ বাড়ি থেকে পাশ্ববর্তি ফলের বাগানে যাওয়ার পথে শরীফ বাড়ীর সামনে পৌছলে রাজু তালুকদারের নেতৃত্বে ওসমান তালুকদার, তরিকুল ইসলাম ও মফিজুর রহমান তালুকদারসহ ৫/৬ জন সন্ত্রাসী ধারাল দেশীয় আস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাকে শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরী কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যান। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি আরো বলেন, মাদক সেবনে বাধা প্রদান ও ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা আমার ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে মো. রাজু তালুকদার বলেন, রাকিবকে কুপিয়ে জখম করার ঘটনার সঙ্গে আমি ও আমার কোন সমর্থক জড়িত নাই। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, ছাত্রলীগ নেতার বাবা মোঃ হুমায়ুন কবির তালুকদার বাদি হয়ে সোমবার রাজু তালুকদার, ওসমান তালুকদার, তরিকুল ইসলাম ও মফিজুর রহমান তালুকদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে।