গৌরনদী
শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ মুক্তিযোদ্ধাদের জন্য সর্ব ধর্মীয় প্রার্থনার আয়োজন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ৭৫‘র ১৫ আগস্ট জাতীর শোকাবহ ঘটনায় শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর ভগ্নিপতি, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী কৃষক কূলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ গৌরনদী ও আগৈলঝাড়ার শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় সর্ব ধর্মীয় এক বিশেষ প্রার্থণা আয়োজন করা হয়। মেদাকুল বাজারে অনুষ্ঠিত বিশেষ প্রার্থণা সভায় প্রধান অতিথি ছিলেন মহাজোটের শরীক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়কারী, বাগসদ সভাপতি এবং কৃষি ও গণমাধ্যমকর্মী সরদার শামস আল-মামুন এ আয়োজন করেন।
প্রধান অতিথি শামস আল-মামুন বলেন, এ অঞ্চলে বহু ও কিংবদন্তীর কৃতী সন্তানের জন্ম হয়েছে। যার মধ্যে বঙ্গবন্ধুর ভগ্নিপতি, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী কৃষক কূলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অন্যতম। দেশের জন্য, মানুষের জন্য তার ত্যাগ অপরিসী। সময়ের ব্যবধানে আজ আমরা তরুনণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছি। আমাদের দায়িত্ব ঐসব গুণী, মনিষী তথা দেশের স্বার্থে জীবন দানকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করা। সে দায়বদ্ধতা থেকে আমি এ অনুষ্ঠানের আয়োজন করেছি। কে কোন রাজনৈতিক পরিচয় বহন করছে তা বিবেচ্য নয়, নতুন প্রজন্মের কাছে গুনীজনকে তুলে ধরাই বিবেচ্য বিষয়।
মেদাকুল বাজার কমিটির সভাপতি হাসেম হাওলাদারের সভাপতিত্বে বিশেষ প্রার্থণা সভায় বক্তব্য রাখেন মেদাকুল জামে মসজিদ এর সভাপতি সোবাহান আকন, পশ্চিম সমরসিংহ নেছারিয়া জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আকন, সদস্য শাজাহান আকন, খোকন সরদার, গিয়াস উদ্দিন সরদার, মেদাকুল বাজার কমিটির সেক্রেটারি ব্রজেশ্বর পোদ্দার, দশরাথ সাহা, উত্তম মালী, ইউপি মেম্বার সিরাজ কাজী, মিন্টু বেপারী, দেলেয়ার সরদার, যুব নেতা সোহেল সরদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় করেন আব্দুস সাত্তার ।