বরিশাল
উজিরপুরে ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রযেক্টর বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনায়লয়ের সরবারহকৃত মাল্টিমিডিয়া প্রযেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিসদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ লতিফ মজুমদার। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মামুন, রহিমা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে অলোচনা শেষে ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের হাতে মাল্টিমিডিয়া ও প্রযেক্টর প্রদান করা হয়।