গৌরনদী
আগৈলঝাড়ায় যাত্রীকে যৌন নিযার্তনের অভিযোগে চালক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া টু ঢাকা গোল্ডেন লাইন পরিবহন বাসে গ্রামীণফোনে কর্মরত নারী যাত্রী (২০)কে যৌন হয়রানির ঘটনায় শুক্রবার রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হযেছে। পুলিশ অভিযুক্ত বাস চালক আল-আমিন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। চালক আল আমিন ফরিদপুর জেলার রগুনন্দনপুর গ্রামের কোতয়ালী থানার হাবিবুর রহমানের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৫ মে বান্ধবীর বাড়িতে বেড়াতে আগৈলঝাড়ায় আসেন গ্রামীণফোনে কর্মরত ওই নারী। বেড়ানো শেষে ওই নারী ১৮ মে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে গোল্ডেন লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৮৬৮২) ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথি মধ্যে অভিযুক্ত বাস চালক আল-আমিন বিভিন্ন স্টপিচে যাত্রী ওঠা নামার সময় গাড়ী থামিয়ে ওই নারী যাত্রীকে বিভিন্ন ধরনের কু-রুচিপূর্ণ কথাবার্তা বলে এবং তার মোবাইল নম্বর জানতে চায়। গাড়িটি ঢাকায় পৌছার পর সকল যাত্রীরা নেমে গেলেও ওই নারী যাত্রী নিজের নিরাপত্তার কথা চিন্তা করে ভোড় হওয়া পর্যন্ত গাড়ীতেই অবস্থান করেন। এ সময় ওই বাসের সুপার ভাইজার ও হেল্পার না থাকার সুবাদে বাস চালক আল-আমিন বাসের দরজা-জানালা বন্ধ করে ওই নারী যাত্রীর একই সিটে বসে পুনঃরায় কু-রুচিপূর্ণ কথাবার্তা বলে তাকে কু-প্রস্তাব দেয়। তার কু-প্রস্তাবে ওই নারী যাত্রী রাজি না হওয়ায় বাস চালক আল-আমিন জোরপূর্বক ওই নারী যাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় ওই নারী যাত্রীর চিৎকারে লোকজন ছুটে আসলে বাস চালক আল-আমিন দৌড়ে পালিয়ে যায়।
ঢাকায় পৌঁছে মুঠোফোনে পরে ঘটনাটি ওই নারী যাত্রী ফোনে তার বান্ধবীকে জানালে বান্ধবীর ভাই ও এলাকাবাসী শুক্রবার রাতে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে গোল্ডেন লাইন পরিবহনের বাস চালক আল-আমিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওই রাতে এ ঘটনায় বান্ধবীর ভাই উপজেলার পয়সারহাট গ্রামের আঃ রব তালুকদারের ছেলে আহসান হাবিব বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, বাস চালক আসামি আল আমিনকে গ্রেপ্তার শনিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।