গৌরনদী
গৌরনদীর দোকান কর্মচারী হতদরিদ্র বুলবুলের দায়িত্ব নিলেন ড. নাসির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ অদম্য মেধাবীদের নিয়ে “কোন বাধায় থামেনি ওরা” শিরোনামে শনিবার প্রথম আলোর শেষ পাতায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দেখে গৌরনদীর দোকান কর্মচারী হতদরিদ্র পরিবারের সন্তান অদম্য মেধাবী মো. বুলবুল হোসেনের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা প্রথম আলোকে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ নাসির উদ্দিন।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, অদম্য মেধাবীরা আমাদের দেশের সম্পদ এদের সুযোগ করে দিতে। তাই আমি বুলবুলের লেখাপড়া সকল ব্যায়ভার বহন করতে চাই। এখন থেকে বুলবুলের পড়ার দায়ত্ব আমি গ্রহন করলাম। বুলবুল চলতি বছর এসএসসি পরীক্ষায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে শত বাধা উপেক্ষা করে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার সাফল্য জনক ফলাফলের আনন্দ কলেজে ভর্তির কথা ভাবতেই দুচোখের স্বপ্ন অন্ধকারে ঢেকে পরে। উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তির দুশ্চিন্তা পরিবারকে গভীর হতাশায় ফেলেদেন। অর্থের অভাবে কলেজে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় পরেন মেধাবী বুলবুল ও তার বাবা মা। বুলবুলের মা আলেয়া বেগম এ সংবাদ শুনে আনন্দে কান্না জুড়ে দেন। তিনি বলেন, আমার বাবার লেখাপড়া নিয়ে আমার কোন চিন্তা থাকলা না। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।