গৌরনদী
অনাথ শিশু ও বৃদ্ধা শ্রমের আশ্রিতাদের মাঝে পোষাক বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল বিভাগীয় বেবীহোমের অনাথ শিশু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধা শ্রমের আশ্রিতাদের মাঝে ঈদ উপলক্ষে পোষাক বিতরন করেন বরিশাল জেলা পুলিশ সুপার। আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবীহোমের অনাথ ২১শিশু ও ৬জন অফিসের কর্মচারীদের মাঝে ঈদ উপলক্ষে পোষাক বিতরন করে জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম (পিপিএম বার)। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন। পরে পুলিশ সুপার সাইফুল ইসলাম আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধা শ্রমের আশ্রিতা ৫জন পুরুষ ও মহিলাদের মাঝে ঈদ উপলক্ষে পোষাক বিতরন করেন।